স্ত্রীকে হত্যার পর স্বামী নিজে থানায় হাজির

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২০: ৩৬

টাঙ্গাইলের মির্জাপুরে কুড়ালের কোপে স্ত্রী রোজী বেগমকে হত্যার ওই দিন রাতেই থানায় হাজির হয়েছেন স্বামী লতিফ।

মঙ্গলবার (১৯ আগস্ট) আদালতে এমন জবানবন্দি দিয়েছেন নিহত নারীর স্বামী লতিফ মিয়া।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর নয়াপাড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর সোমবার দিনগত রাত ২ টার দিকে থানায় হাজির হয়ে ধরা দেন লতিফ মিয়া।

নিহত উপজেলার তরফপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের লতিফ মিয়ার স্ত্রী রোজী বেগম। তিনি একই ইউনিয়নের মুচির চালা গ্রামের হাসমত আলীর মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লতিফ মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় তার স্ত্রী রোজী বেগম একজনের সাথে পরকীয়া সম্পর্কে জড়ায়। বছর দুয়েক আগে লতিফ মিয়া দেশে এসে তার স্ত্রীকে সংশোধন করার চেষ্টা করে। কিন্তু তার স্ত্রী কৌশলে পরকীয়া প্রেম চালিয়ে যায়। এসব নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যের জেরে তার স্ত্রী রোজী বেগম বাবার বাড়ি চলে যায়। রোববার পারিবারিক শালিসের মাধ্যমে রোজীকে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, লতিফ মিয়াকে গ্রেপ্তারের জন্য কিছু কৌশল অবলম্বন করার চেষ্টা চলছিলো। লতিফ রাতেই থানায় হাজির হন। আদালতে হত্যার দায় স্বীকারও করেছেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত