শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১: ০২
নিহত ইমরান নাজির

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের সাদুল্লাপুর বটতলা পশ্চিমপাড়া এলাকায় এক প্রবাসীর স্ত্রী ও পুত্রকে নিজ শয়নকক্ষে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

নিহতের নাম রানী বেগম (৩৫) ও তারই পুত্র ইমরান নাজির (১৮)। রানী বেগমের স্বামী ইদ্রিস আলী ৮ বছর ধরে প্রবাসে অবস্থান করছে। রানী বেগমের পিতার নাম রফিকুল ইসলাম। নিহত ইমরান নাজির বর্তমানে বগুড়ার ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র।

ঘটনাস্থলে শিবগঞ্জ থানার পুলিশ অবস্থান করছে। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে তাদের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে আসে। এ সময় তারা ভেতর থেকে বাড়ির দরজা বন্ধ পায়। বহু ডাকাডাকির পরও দরজা না খুললে প্রতিবেশীদের সন্দেহ হয়। তখন তারা দেয়াল ডিঙ্গিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে মা ও ছেলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শুকুর আলী আমার দেশকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমরা তদন্ত করছি। খুনের মোটিভ এখনো জানা সম্ভব হয়নি। আমরা তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হবো।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত