মাহেরীন চৌধুরীর নামে রাজশাহীর কলেজ হাউজের নামকরণ

রাজশাহী অফিস
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১৯: ৫৪

বিমান বিধ্বস্তের পর সৃষ্ট আগুন থেকে উত্তরার মাইলস্টোন স্কুলের ২০ শিশু শিক্ষার্থীকে রক্ষা করে নিজের জীবন উৎসর্গ করেছেন মহিয়সী নারী শিক্ষিকা মাহেরীন চৌধুরী। তার এই মহান আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে ‘মাহেরীন চৌধুরী’ নামে রাজশাহীর শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের মেয়েদের একটি হাউজের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব আমার দেশকে বলেন, মাহেরীন চৌধুরীর আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। তার বীরত্ব, দায়িত্ববোধ ও ভালোবাসা নতুন প্রজন্মের কাছে পাথেয় হয়ে থাকবে। তার নামে গড়া হাউজের ছাত্রীদের মধ্যে সেই আত্মত্যাগের আলো জ্বালিয়ে দিতে চাই আমরা।

বিজ্ঞাপন

এজন্য শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের বিপিএড ২০২৫ শিক্ষাবর্ষ থেকে মেয়েদের একটি হাউজের নামকরণ করা হলো শহীদ মাহেরীন চৌধুরী হাউজ। এর ফলে শিক্ষার্থীরা জানতে পারবে তার আত্মত্যাগ ও বীরত্বের ইতিহাস। আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতায় তার নামে প্লাকার্ড ও পতাকা উত্তোলন করা হবে প্রতিবছর।

অধ্যক্ষ বিপ্লব বলেন, মাহেরীন চৌধুরী ছিলেন এক নিবেদিত প্রাণ শিক্ষক। আগুনে ঘেরা বিদ্যালয় কক্ষে আটকে পড়া শিশুদের রক্ষায় নিজের জীবন বাজি রেখে ছুটে গিয়েছিলেন তিনি। বহু শিক্ষার্থীকে জীবিত ফিরিয়ে আনলেও, নিজে আর ফিরে আসেননি। আগুন তাকে দগ্ধ করেছিল, কিন্তু নত করতে পারেনি। তার শরীর পুড়লেও আদর্শ পুড়েনি, বরং তা এখন নতুন দীপ্তি ছড়াচ্ছে।

শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের প্রতিটি ছাত্রী এখন থেকে মাহেরীনের নাম শুনেই বুঝবে, বীরত্ব মানে কী? আন্তঃহাউজ প্রতিযোগিতায় 'শহীদ মাহেরীন হাউজ' এর নামে প্রতিবছর প্ল্যাকার্ড ও পতাকা উত্তোলন করা হবে। মর্যাদায়, সম্মানে, গর্বে উজ্জ্বল থাকবে এই হাউজ।

অধ্যক্ষ বিপ্লব আরও জানান, ভবিষ্যতে শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের স্থায়ী ক্যাম্পাস হলে সেখানে মেয়েদের আবাসিক হোস্টেলের নামকরণ করা হবে মাহেরীন চৌধুরীর নামে।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত