বগুড়ায় বিএনপি নেতার বাস ভাঙচুর করলেন ছাত্রদল নেতা

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১২: ০৬

নিজ দলের নেতার বাস ভাঙচুর করলেন জেলা ছাত্রদলের নেতা। গতকাল রাত সাড়ে ৮টায় পুরান বগুড়া নর্থবেঙ্গল সাব ফ্যাক্টরির কাছে একটি গাড়ি সার্ভিসিং সেন্টারে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মোটরসাইকেল নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন জেলা ছাত্রদলের সহসম্পাদক আতিকুল আতিক। এ সময় গায়ে পানি ছিটে গেলে ওই বাসের স্টাফদের কথা কাটাকাটি হয়। এরপর আতিক ছেলেপেলেকে জড়ো করে বাসটিতে ভাঙচুর চালায়। পরে আগুন লাগাতে গেলে মোটর শ্রমিক নেতাদের সহযোগিতায় তারা চলে যায়।

গাড়ির মালিক মিজানুর রহমান মিজান জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক। তিনি আক্ষেপ করে বলেন, গতকালই গাড়িতে নতুন করে বডি বানিয়ে রাস্তায় নামানো হয়।

তিনি বলেন ফেসবুকে পোস্ট করে লিখেন, ক্ষমতায় না আসতেই দলের নামে বাহাদুরি। বিএনপি ও ছাত্রদলের ফোন পেয়েও ভাঙচুর থামায়নি।

এ ব্যাপারে আতিক ও সাব্বিরের নামে বগুড়া সদর থানায় মিজানুর রহমান অভিযোগ দায়ের করেছেন।

বগুড়া সদর থানার দারোগা নজরুল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত