ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি-ফসল, ত্রাণের অপেক্ষায় ক্ষতিগ্রস্তরা

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৪: ২৬

নওগাঁর পত্নীতলায় হঠাৎ প্রবল ঝড় ও বৃষ্টিতে ক্ষতি হয়েছে অনেকের ঘরবাড়ি, গাছ ও ফসলের মাঠ। ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি। তবে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন

শনিবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে শুরু হওয়া এই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে ঘরবাড়ি, ফসলের মাঠ ও গাছপালা। পরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা উদ্ধারকাজ করেন।

স্থানীয়রা জানান, বিকাল পৌনে চারটার দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায়। এরপর অল্প সময়ের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়। কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত। হঠাৎ এমন ঝড়বৃষ্টিতে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে।

ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে যায় পুরো উপজেলায়। পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে প্রায় ১০ ঘণ্টা পর বিদ্যুৎ সচল করা হয়। রোববার বেলা ১টা পর্যন্ত কিছু গ্রাম পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ করতে কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার গগনপুর, ভাবিচা মোড়, ব্যাংডোম, বনিল্লা, বাবনাবাজ, দোচাই, শম্ভুপুর, কৃষ্ণপুর ইউনিয়নের কয়েকটি পাড়া, রামজীবনপুর (যুগীবাড়ি) ও কাঁটাবাড়িসহ আরও বেশ কয়েকটি গ্রাম। এমতাবস্থায় ক্ষতিগ্রস্তরা সরকারি ও বেসরকারি ত্রাণের অপেক্ষায় চেয়ে আছেন।

পত্নীতলা উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন 'আমার দেশ'কে জানান, 'উপজেলার নজিপুর পৌরসভা, নজিপুর, পাটিচরা ও কৃষ্ণপুর ইউনিয়নে মধ্যে মোট ২৩ হাজার ৪২৫ হেক্টর আবাদের মধ্যে ঝড় ও বৃষ্টিতে ২০ হেক্টর জমির রোপা আমন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলায় ৭৫ হেক্টর আবাদের মধ্যে ৫২.৫ হেক্টর জমির কলার বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাগানে আনুমানিক ক্ষতির পরিমাণ ৪ কোটি ৭২ লাখ ৫০ টাকা। এছাড়াও উপজেলায় এক হেক্টর জমির পেঁপে গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পত্নীতলার ইউএনও আলীমুজ্জামান মিলন 'আমার দেশ'কে জানান, 'ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। আমরা সরকারি ত্রাণ কার্যক্রম চালু করেছি। পর্যায়ক্রমে ভুক্তভোগীদের তালিকা করে সরকারি অনুদানের জন্য সহযোগিতা করা হবে।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত