সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া -৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি মো. মোশারফ হোসেন এই আয়োজন করেন।
রোববার ও গত শনিবার বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ায় কাহালু ও নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ গ্রহণ করে। দোয়া মাহফিল শেষে হাজারো এতিম শিশু, মুসল্লি ও নেতাকর্মীর মাঝে খাবার বিতরণ করা হয়।
মোনাজাতে উপস্থিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাইন, কাহালু উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কাহালু উপজেলার ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল,তাঁতিদল, কৃষকদল, শ্রমিকদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও হাজার হাজার মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া করা হয়।
এর আগে শনিবার বাদ জোহর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া মাহফিল মুসল্লিদের মিলনমেলায় পরিণত হয়। সকাল থেকেই কলেজ মাঠে গণমানুষের ঢল নামতে শুরু করে। এতে উপস্থিত ছিলেন, সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশাসহ নেতৃবৃন্দ।

