আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল সাংবাদিকের

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল সাংবাদিকের

চাঁপাইনবাবগঞ্জে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে সদর উপজেলার আমনুরা কেন্দুল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মেহেদী একই উপজেলার ঝিলিম ইউনিয়নের লাইনপাড়া গ্রামের মাহবুব রশিদের ছেলে। তিনি ঢাকার একটি পত্রিকায় চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানান, মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মেহেদী। কেন্দুল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে ডান হাত-পা কাটা অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। তবে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীনর অবস্থায় বিকেলে তিনি মারা যান।

সদর মডেল থানার ওসি মো. মতিউর রহমান বলেন, লাশ হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন