আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুই শতাধিক গ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক এনজিও মালিক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

দুই শতাধিক গ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক এনজিও মালিক

চাঁপাইনবাবগঞ্জে প্রায় দুই শতাধিক গ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক জয়ীতা কনজুমার কো-অপারপটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাছেদ বাচ্চুকে গ্রপ্তার ও অর্থ ফেরতসহ নিরীহ মানুষদের হয়রানি বন্ধ এবং সুষ্ঠ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি অফিসে এই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কনজুমার কো-অপারপটিভ সোসাইটি লিমিটেডের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মাসুম। এসময় তিনি বলেন, পলাতক এনজিও মালিক আব্দুল বাছেদ বাচ্চু দীর্ঘদিন ধরে স্থানীয়দের আমানত সংগ্রহ করে এনজিও পরিচালনা করে আসছিল। বোনের স্বামী হওয়ায় আমিসহ আমার মা ও বাবাকে নির্বাহী কমিটিতে রাখে। কিন্তু অর্থনৈতিক কোন লেনদেনে আমাদের সম্পৃক্ততা ছিল না। ২০২২ সালে বোন মারা যাওয়ার পর থেকে আব্দুল বাছেদ বাচ্চু সকল অর্থ নিয়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, এনজিও মালিক বাচ্চু পালিয়ে যাওয়ার পর সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। গত ৩ বছর ধরে তার সাথে আমাদের পরিবারের কোন যোগাযোগ নেই। ভুক্তভোগী গ্রাহকরা আব্দুল বাছেদ বাচ্চু ও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর থেকেই জয়ীতা কনজুমার কো-অপারপটিভ সোসাইটি লিমিটেডের বিনিয়োগ ব্যবস্থাপনা পরিচলক মেহেদী হাসান, মো. সোহেল ও জসিম এবং ম্যানেজার খুরশেদ আলম ও মো. সেফাউলের যোগসাজশে গ্রাহকের টাকা ফেরত না দিলেও পাওনা টাকা উত্তোলন করে গোপনে।

নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মাসুম বলেন, এসব অসাধু কর্মীরা টাকা উত্তোলন করার পাশাপাশি আমাদের পরিবারের নামে ১২টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। অর্থনৈতিক লেনদেনের সাথে আমাদের কোন ধরনের সম্পৃক্ততা না থাকলেও আমাদেরকে মামলা দিয়ে আসামী করেছে। আশা করি, সুষ্ঠ তদন্ত হলে প্রকৃত অপরাধীরা বের হয়ে আসবে। আমরা চাই, গ্রাহকরা তাদের টাকা ফেরত পাওয়ার পাশাপাশি অসহায় নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয়। সংবাদ সম্মেলনে তারা পলাতক আব্দুল বাছেদ বাচ্চুকে গ্রেপ্তার করে টাকা ফেরত ও ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে এনজিওর নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মাসুম, তার বাবা মোশাররফ হোসেন মা মানেরা বেগমসহ পরিবারের সদস্য ও ভুক্তভোগী গ্রাহকরা উপস্থিত ছিলেন। এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি জয়ীতা কনজুমার কো-অপারপটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাছেদ বাচ্চুকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন