আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শেরপুরে পুকুর থেকে ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শেরপুরে পুকুর থেকে ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের একটি পুকুর থেকে প্রায় ৫মণ ওজনের প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১২ বগুড়া।

রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমন এলাকার সোনালী পুকুর থেকে এই মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এই ঘটনায় পুকুরের মালিক (লীজ গ্রহীতা) আবুল বাশার রুবেল (৫৫) ও বিক্রির সহায়তাকারী আল আমিন (৪৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

রুবেল শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া ফরেষ্টগেট এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে ও আলআমিন সিরাজগঞ্জ সদরের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে রুবেল পুকুরটি লিজ নেন। গত বছর সংস্কার করার পর থেকে ওই পুকুরপাড়ে অচেনা মানুষের আসা-যাওয়া বেড়ে যায়। এরই এক পর্যায়ে গত রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ অভিযান চালান।

এ সময় পুকুরপাড়ের একটি মেশিন ঘরের ভেতর থেকে খড়কুটো দিয়ে ঢেকে রাখা ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার ও পুকুরের মালিক (লীজ গ্রহীতা) রুবেলকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তিতে এই মূর্তিটি বিক্রির কাজে সহায়তাকারী আলআমিনকে শেরপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

পুকুরের পাহারাদার হানিফ জানান, তিনি অসুস্থ থাকার কারণে মেশিন ঘরের ভেতরে তেমন একটা যাতায়াত করেন না, শুধুমাত্র বসানো মেশিনের সুইচ দেয়ার জন্য যেতেন। ঘরটি অনেকদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় মূর্তিটি সেখানে রাখা হয়েছিল, যা তাদের কেউ টের পাননি। রোববার র‌্যাব এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, আমরা এ বিষয়ে কিছুই জানিনা। আমাদের কাছে আসামি ও মূর্তিটি হস্তান্তর করলে তারপর বলতে পারবো।

এ ব্যাপারে সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার র‌্যাব-১২ (স্কোয়াড্রন লিডার) ফিরোজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫ মণ (১৯০ কেজি) ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করার পাশাপাশি ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন