নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে শুরু করে নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত অরক্ষিত লেভেল ক্রসিংগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে । স্থানীয়দের অভিযোগ, এসব লেভেল ক্রসিংয়ে প্রতি বছর উল্লেখযোগ্য হারে প্রাণহানির ঘটনা ঘটলেও, কেবল সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে দায় সারছেন কর্তৃপক্ষ।
সৈয়দপুর রেলওয়ে থানার নথি বলছে, গেল ২০২৫ সালের ১লা জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলার ৬২ কিলোমিটার রেলপথে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন নারী-পুরুষসহ মোট ১৪ জন।
অন্য দিকে একটি পরিসংখ্যান বলছে, গেল ২০২১ সালে জেলার সদর উপজেলার মনশাপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন ভাইবোনসহ মোট চারজনের প্রাণহানির ঘটনা ঘটে। এরপর ২০২২ সালের ২৬ জানুয়ারি সদর উপজেলার দাড়োয়ানী এলাকার একটি লেভেল ক্রসিংয়ে ট্রেন ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মোট চারজন ইপিজেডকর্মী নিহত হন।
২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর জেলার চিলাহাটি থেকে সৈয়দপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় ট্রেনে কাটা পরে নারী-পুরুষসহ প্রাণ হারান মোট ২৪ জন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

