আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ৪৩১ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া অফিস
বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ৪৩১ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ায় ইয়াকুবিয়া স্কুল মোড়ে গুলিতে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় পার্টি-জাসদের ৪৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সম্প্রতি সদর থানায় এ মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জাকিরুল ইসলাম। তিনি জেলার গাবতলী উপজেলার দোয়ারপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে।

বিজ্ঞাপন

সদর থানার ওসি (তদন্ত) একেএম মঈন উদ্দিন জানান, তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেফতার করা হবে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- শ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, আওয়ামী লীগ নেতা মুঞ্জুরুল আলম মোহন, রফি নেওয়াজ খান রবিন, শুভাশীষ পোদ্দার লিটনসহ আরও অনেকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গণঅভ্যুত্থানে গত বছরের ৪ আগস্ট দুপুরে মিছিল বের করেন ছাত্র-জনতা। মিছিলটি শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে পৌঁছালে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে হামলা চালান অন্য আসামিরা। এ সময় পেট্রোল বোমা, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলি চালানো হয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগলে গুরুতর আহত হন জাকিরুল। এছাড়া আরও কয়েকজন আহত হন।

চিকিৎসা শেষে ১৬ মার্চ বগুড়া সদর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করেন জাকিরুল। মামলায় ১৮১ জনের নামসহ অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন