প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪২

গত ৩ সেপ্টেম্বর আমার দেশ অনলাইনে ‘শোকজের পরও কর্মস্থলে ফেরেননি সহকারী শিক্ষিকা’ এবং ৪ সেপ্টেম্বর প্রিন্ট মাধ্যমে ‘বিদ্যালয়ে অনুপস্থিত’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সহকারী শিক্ষিকা ইফফাত মোকাররমা।

বিজ্ঞাপন

প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, প্রকাশিত সংবাদটি প্রকৃত ঘটনা আড়াল করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার ডিপার্টমেন্ট ও পেশাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তিনি দাবি করেন, গত ৩১ জুলাই তাকে শোকজ করা হলেও তার পাবনার বাসায় চিঠি পৌঁছে ৭ জুলাই। এছাড়া তার নামে থানায় একটি ফৌজদারি মামলায় ওয়ারেন্ট ইস্যু হওয়ায় তিনি কর্মস্থলে উপস্থিত হতে পারেননি। প্রকাশিত সংবাদের জন্য তিনি সমাজের নিকট হেয় প্রতিপন্ন হয়েছেন বলেও উল্লেখ করেন।

প্রতিবেদকের বক্তব্য: আমারদেশে প্রকাশিত সংবাদটি সংশ্লিষ্ট সকলের বক্তব্য নিয়েই করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। শোকজের চিঠি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশ ও কোর্টের জামিন নামা থেকে প্রাপ্ত তথ্য নিয়ে প্রতিবেদনটি করা। তাছাড়া সংবাদটিতে অভিযুক্ত ওই শিক্ষিকার বক্তব্যও নেওয়া হয়েছে। প্রতিবাদ লিপিতে তিনি, মামলার ওয়ারেন্ট থাকায় কর্মস্থলে উপস্থিত হতে পারেননি বলে যে কথা উল্লেখ করেছেন তা সঠিক নয়। কারণ ওই মামলায় গত ১৭ জুলাই হাইকোর্ট থেকে তিনি ৬ সপ্তাহের জামিন পান। তারপরও এখন পর্যন্ত তিনি কর্মস্থলে যোগদান করেননি। তাই আমার দেশে প্রকাশিত সংবাদটি সত্য ও বস্তুনিষ্ঠ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত