উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)
গত ৩ সেপ্টেম্বর আমার দেশ অনলাইনে ‘শোকজের পরও কর্মস্থলে ফেরেননি সহকারী শিক্ষিকা’ এবং ৪ সেপ্টেম্বর প্রিন্ট মাধ্যমে ‘বিদ্যালয়ে অনুপস্থিত’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সহকারী শিক্ষিকা ইফফাত মোকাররমা।
প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, প্রকাশিত সংবাদটি প্রকৃত ঘটনা আড়াল করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার ডিপার্টমেন্ট ও পেশাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তিনি দাবি করেন, গত ৩১ জুলাই তাকে শোকজ করা হলেও তার পাবনার বাসায় চিঠি পৌঁছে ৭ জুলাই। এছাড়া তার নামে থানায় একটি ফৌজদারি মামলায় ওয়ারেন্ট ইস্যু হওয়ায় তিনি কর্মস্থলে উপস্থিত হতে পারেননি। প্রকাশিত সংবাদের জন্য তিনি সমাজের নিকট হেয় প্রতিপন্ন হয়েছেন বলেও উল্লেখ করেন।
প্রতিবেদকের বক্তব্য: আমারদেশে প্রকাশিত সংবাদটি সংশ্লিষ্ট সকলের বক্তব্য নিয়েই করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। শোকজের চিঠি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশ ও কোর্টের জামিন নামা থেকে প্রাপ্ত তথ্য নিয়ে প্রতিবেদনটি করা। তাছাড়া সংবাদটিতে অভিযুক্ত ওই শিক্ষিকার বক্তব্যও নেওয়া হয়েছে। প্রতিবাদ লিপিতে তিনি, মামলার ওয়ারেন্ট থাকায় কর্মস্থলে উপস্থিত হতে পারেননি বলে যে কথা উল্লেখ করেছেন তা সঠিক নয়। কারণ ওই মামলায় গত ১৭ জুলাই হাইকোর্ট থেকে তিনি ৬ সপ্তাহের জামিন পান। তারপরও এখন পর্যন্ত তিনি কর্মস্থলে যোগদান করেননি। তাই আমার দেশে প্রকাশিত সংবাদটি সত্য ও বস্তুনিষ্ঠ।
গত ৩ সেপ্টেম্বর আমার দেশ অনলাইনে ‘শোকজের পরও কর্মস্থলে ফেরেননি সহকারী শিক্ষিকা’ এবং ৪ সেপ্টেম্বর প্রিন্ট মাধ্যমে ‘বিদ্যালয়ে অনুপস্থিত’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সহকারী শিক্ষিকা ইফফাত মোকাররমা।
প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, প্রকাশিত সংবাদটি প্রকৃত ঘটনা আড়াল করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার ডিপার্টমেন্ট ও পেশাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তিনি দাবি করেন, গত ৩১ জুলাই তাকে শোকজ করা হলেও তার পাবনার বাসায় চিঠি পৌঁছে ৭ জুলাই। এছাড়া তার নামে থানায় একটি ফৌজদারি মামলায় ওয়ারেন্ট ইস্যু হওয়ায় তিনি কর্মস্থলে উপস্থিত হতে পারেননি। প্রকাশিত সংবাদের জন্য তিনি সমাজের নিকট হেয় প্রতিপন্ন হয়েছেন বলেও উল্লেখ করেন।
প্রতিবেদকের বক্তব্য: আমারদেশে প্রকাশিত সংবাদটি সংশ্লিষ্ট সকলের বক্তব্য নিয়েই করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। শোকজের চিঠি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশ ও কোর্টের জামিন নামা থেকে প্রাপ্ত তথ্য নিয়ে প্রতিবেদনটি করা। তাছাড়া সংবাদটিতে অভিযুক্ত ওই শিক্ষিকার বক্তব্যও নেওয়া হয়েছে। প্রতিবাদ লিপিতে তিনি, মামলার ওয়ারেন্ট থাকায় কর্মস্থলে উপস্থিত হতে পারেননি বলে যে কথা উল্লেখ করেছেন তা সঠিক নয়। কারণ ওই মামলায় গত ১৭ জুলাই হাইকোর্ট থেকে তিনি ৬ সপ্তাহের জামিন পান। তারপরও এখন পর্যন্ত তিনি কর্মস্থলে যোগদান করেননি। তাই আমার দেশে প্রকাশিত সংবাদটি সত্য ও বস্তুনিষ্ঠ।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
২৭ মিনিট আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
১ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগে