ঈশ্বরদীতে আবারও সড়ক দুর্ঘটনা, নিহত ২

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৭: ৩৯

ঈশ্বরদীতে আবারও সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। নিহতরা হলেন—উপজেলার সাড়া ইউনিয়নের আরামবাড়িয়া কুন্ডুপাড়ার পীযূষ কুন্ডুর ছেলে কলেজ শিক্ষার্থী স্বগত কুন্ডু দ্বিব্য (২০) এবং পাবনা সদর উপজেলার টেবুনিয়া বড়মাটিয়া গ্রামের খোকন প্রামাণিকের ছেলে ট্রাকচালক সবুজ মিয়া (৩৫)।

আহত হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কৃষ্টপুর গ্রামের বাবু মিয়া (৩০), একই উপজেলার চুকায় গ্রামের শিমুলের ছেলে নাজমুল হক (৩০) এবং মুন্সিগঞ্জের গজারিয়া গ্রামের ওহেদ মিয়ার ছেলে আশরাফুল (৩৫)।

বিজ্ঞাপন

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ঈশ্বরদী-রাজশাহী মহাসড়কের গোপালপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে ঈশ্বরদী শহরে যাওয়ার পথে রাজশাহীগামী একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান কলেজ শিক্ষার্থী স্বগত কুন্ডু দ্বিব্য।

এর আগে সকাল ৮টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পৌর এলাকার হারুখালি মাঠ এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক সবুজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে উভয় ট্রাকে থাকা তিনজন আহত হন। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বাপ্পীর নেতৃত্বে ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঈশ্বরদী থানার ওসি আস ম আব্দুন নুর বলেন, মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। কলেজ শিক্ষার্থী দ্বিব্য কে চাপা দেওয়া ট্রাকটি পালিয়ে গেছে। এসব ঘটনায় থানায় দুটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হন। ওইদিন সকাল ৯টায় পাবনা-পাকশী মহাসড়কের সাহাপুর এলাকায় সিএনজি থেকে ছিটকে পড়ে কিশোরী মিনারা খাতুন (১৫) মারা যান। সকাল ১১টায় ঈশ্বরদী ইপিজেড সড়কের দাসপাড়া এলাকায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় শিশু আব্দুল আলিম পিয়ারুল লাল (৬)। আর বিকেল ৩টায় ঈশ্বরদী-নাটোর মহাসড়কে দুই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মারা যান গৃহবধূ রাশিদা খাতুন (৪০)।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত