পাবনার ঈশ্বরদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে গুড়ে চিনি ও কৃত্রিম রং মেশানো, পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ, বিএসটিআই অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ মজুত এবং ভাউচার ছাড়া অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির মতো গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এ সব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা ও জরিমানা করেন পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। অভিযানে তাকে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
অভিযান শেষে মাহমুদ হাসান রনি বলেন, শীত মৌসুমে পিঠা-পায়েসসহ বিভিন্ন খাবার তৈরিতে গুড়ের চাহিদা বেড়ে যায়। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল গুড় বাজারজাত করছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পাশাপাশি দেশে পর্যাপ্ত এলপিজি গ্যাস মজুত থাকা সত্ত্বেও কিছু ব্যবসায়ী ভাউচার ছাড়া অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছে।
তিনি আরো বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

