মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৪: ১৭
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৪: ১৭

নওগাঁর পত্নীতলা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক তরুণ ব্যবসায়ী রকি কুমারের (২৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এলাকাবাসী, পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পদ্মপুকুর-কাটাবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইবনেসিনা বাসভবনের সামনে সড়কের ওপর বালু স্তূপ রাখায় রাতের আঁধারে দুটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রকিকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় ভর্তি করান। পরে জরুরি বিভাগের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার সময় পথে রাত ১০টার দিকে রকি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ খবর জানাজানি হলে নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, রকি পত্নীতলা উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডের ধামইরহাট রোডের নূর মার্কেটের পূর্ণিমা কসমেটিকসের স্বত্বাধিকারী। তার গ্রামের বাড়ি উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে। তার বাবার নাম রঞ্জিত কুমার।

নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এ জেড মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'দোকান বন্ধ করে রাত ৯টার দিকে বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে। এ সময় ব্যবসায়ী রকি গুরুতর আহত হন। পরে রাজশাহীতে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. এনায়েতুর রহমান জানান, 'সড়কে বালুর স্তূপ থাকায় রাতের আঁধারে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে রকি মারা গেছেন।

ওসি এনায়েতুর আরও বলেন, 'এ ঘটনায় রকির পরিবারের পক্ষে অভিযোগ করা হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত