আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়ার দুই আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

জানা যায়, বগুড়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনের মনোনয়নপত্র উত্তোলন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি গাবতলী শাজাহানপুর এলাকার নেতাদের নিয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিমের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। তিনি ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং বগুড়া থেকে নির্বাচন করার সম্মতি দেওয়ায় আমরা আনন্দিত।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু জানান, গাবতলী ও শাজাহানপুর আসন থেকে খালেদা জিয়া নির্বাচন করবেন। খালেদা জিয়ার জন্য আমরা মনোনয়নপত্র উত্তোলন করলাম।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নির্দিষ্ট সময়ে আলোচনা করে মনোনয়নপত্র দাখিল করব। খালেদা জিয়া এ আসনে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার সবচেয়ে বেশি ভোট আমরা তাকে উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন