আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বেদে পল্লীতে মাদক কারবারির ছুরিকাঘাতে সাপুড়ে নিহত

উপজেলা প্রতিনিধি, গাবতলী (বগুড়া)

বেদে পল্লীতে মাদক কারবারির ছুরিকাঘাতে সাপুড়ে নিহত

বগুড়ার গাবতলীতে মোবাইল চুরিকে কেন্দ্র করে মাদক কারবাররি শিশুর নেতৃত্বে নাড়ুয়ামালা এলাকায় অবস্থিত অস্থায়ী বেদে পল্লীতে হামলার ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে শাকিল (২৫) নামে এক সাপুড়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ আরো দুইজন। বিষয়টি নিশ্চিত করছেন গাবতলী মডেল থানার (ওসি) আনিছুর রহমান।

বিজ্ঞাপন

‎বুধবার দিবাগত রাত ৩-টায়  হামলার এঘটনা‌ ঘটে। স্থানীয়রা আহতাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

‎গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।  এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে। হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...