আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বদলগাছীতে দুর্ধর্ষ ডাকাতি, ১০ ভরি স্বর্ণালংকার লুট

উপজেলা প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

বদলগাছীতে দুর্ধর্ষ ডাকাতি, ১০ ভরি স্বর্ণালংকার লুট

নওগাঁর বদলগাছী উপজেলার পল্লিতে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার সময় ডাকাত দলের ১০-১৫ জন সদস্য বাড়ির প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে। পরে তারা থানা থেকে এসেছি বলে বাড়ির ভিতরের দরজার কড়া নাড়তে থাকে। পলাশ চন্দ্র ঘুম থেকে জেগে দরজা খুলে দিতেই ডাকাতরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ঘরের ভিতরে প্রবেশ করে তার স্ত্রী ও সন্তানকেও জিম্মি করে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা নেয়।

বিজ্ঞাপন

পরে পলাশ চন্দ্রের স্ত্রীকে অস্ত্রের মুখে নিয়ে বাড়ির অপর প্রান্তে পলাশ চন্দ্রের ছোট ভাই পবিত্র চন্দ্রের ঘরে গিয়ে তাদের ডেকে তোলে। এ সময় তাদেরও অস্ত্রের মুখে জিম্মি করে ৬ ভরি স্বর্ণালংকার, একটি দামি মোবাইল ফোন লুট করে ডাকাতরা পালিয়ে যায়। তারপর তাদের চিৎকারে লোকজন ছুটে আসে।

খবর পেয়ে সকালে থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নওগাঁ জেলা পুলিশ সুপার সামিউল সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই ডাকাতরা আটক হবে বলে তিনি মন্তব্য করেন। এই ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন