আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রান্সফরমার প্রতিস্থাপনের সময় বিদ্যুৎস্পর্শে দিনমুজুরের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (রায়গঞ্জ) সিরাজগঞ্জ

ট্রান্সফরমার প্রতিস্থাপনের সময় বিদ্যুৎস্পর্শে দিনমুজুরের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় বিদ্যুৎ সংযোগের একটি ট্রান্সফরমার পুনঃস্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম (৩৮) নামে পল্লী বিদ্যুতের এক দিনমুজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার সকাল আনুমানিক ১১টার দিকে সলঙ্গা ইউনিয়নের চৌবিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম চড়িয়া উজির শাওপাড়া গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ অফিসে দিনমুজুর হিসেবে (গাছ কাটা কর্মী) কাজ করে আসছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে পল্লী বিদ্যুতের লাইনম্যান আতিকের সঙ্গে সহযোগী হিসেবে রেজাউল করিম একটি ট্রান্সফরমার পুনঃস্থাপনের কাজে বিদ্যুতের খুঁটিতে ওঠেন। কাজ শুরুর আগে সংশ্লিষ্ট লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে—এমন ধারণা করা হয়। তবে অসাবধানতাবশত পাশের অপর একটি লাইনে বিদ্যুৎ সংযোগ চালু থাকায় রেজাউল করিম ওই লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। পরে স্থানীয়দের সহায়তায় খুঁটি থেকে রেজাউল করিমের নিথর লাশ নামানো হয়।

এ বিষয়ে সলঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে যোগাযোগের চেষ্টা করা হলে অফিস বন্ধ পাওয়া যায়। পরে ভারপ্রাপ্ত এজিএম (জুনিয়র ইঞ্জিনিয়ার) জিলাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজিৎ নন্দী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এদিকে একজন গাছ কাটা শ্রমিককে কীভাবে ট্রান্সফরমার স্থাপনের কাজে নিয়োজিত করা হলো—এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...