আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও একাধিক মামলার আসামি রিজ্জাকুল ইসলাম রাজুকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানার মামলায় নারীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কাজে বাধা প্রদান করায় ২০ জনের নাম উল্লেখ করে ও ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এ ঘটনায় থানার এসআই মামুনসহ ৫ জন আহত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের চকভোলাখাঁ গ্রামে এ ঘটনা ঘটে। রিজ্জাকুল ইসলাম রাজু ওই এলাকার বদর উদ্দিন বদরের পুত্র।

জানা যায়, গোপন সূত্রে এসআই মামুনসহ পুলিশের ৫ সদস্য একাধিক মামলার আসামি রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে হাতে হাতকড়া পরিয়ে দেয়। তাকে হাতকড়া পরানোর পর আত্মীয়-স্বজন ও স্থানীয়রা বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালিয়ে রাজুকে ছিনিয়ে নেয়।

এ সময় রাজু হাতকড়াসহ কাদামাটির ওপর দিয়ে দৌড়ে পালানোর সময় পুলিশ ধাওয়া করে। তখন স্থানীয়রা পুলিশের ওপর কাদা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে রাজু পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ আসামিকে গ্রেপ্তার ও হাতকড়া উদ্ধার করতে সারা রাত ও আজ সারা দিন সাঁড়াশি অভিযান চালায়। এর ফলে গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান করায় থানায় মামলা নেয়া হয়েছে। এস আই আব্দুল্লাহ আল মামুনসহ আহত ৫ পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। নিরীহ কাউকে হয়রানি করা হবে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন