শিবগঞ্জে সাত লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১০: ৩০
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১০: ৩২

বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের অভিযানে ১৪০০টি ৫০০ টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে স্কুলব্যাগের মধ্য রাখা ১ হাজার ৪০০টি ৫০০ টাকার জালনোট উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেন ও জরিনা বেগম দম্পতির পুত্র মো. রিয়াজুল ইসলামকে (৩৯) গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে এই জালনোট ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান আমার দেশকে বলেন, এই জালনোট প্রতারক চক্রের সাথে সে দীর্ঘদিন ধরে জড়িত। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলা দায়ের শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত