বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় রিফাত খন্দকার (২২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনা সদস্য রিফাত খন্দকার উপজেলার জামালপুর গ্রামের রোস্তম আলীর ছেলে। তিনি ঢাকা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। ছুটি নিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিফাত নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের সামনে
পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, নিহত সেনা সদস্যের লাশ উদ্ধার করে প্রক্রিয়াগত ব্যবস্থা শেষে বগুড়া ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ অজ্ঞাত গাড়িটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

