আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাটমোহরে যুবলীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

চাটমোহরে যুবলীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পাবনার চাটমোহরে বিস্ফোরক মামলায় যুবলীগ এবং ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাসুপুর গ্রামের রতনের ছেলে রাসেল আহমেদ এবং একই ইউনিয়নের বেজপাটিয়াতা গ্রামের লোসুর ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা মো. সাইদুল ইসলাম খান।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম জানান, শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাসুপুর গ্রামের রতনের ছেলে রাসেল আহমেদ এবং একই ইউনিয়নের বেজপাটিয়াতা গ্রামের লোসুর ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা মো. সাইদুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাদেরকে রোববার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন