পাবনার ভাঙ্গুড়ায় এক ট্রাকভর্তি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এই অপরাধে জড়িত যুবককে এক বছরের কারাদণ্ড এবং ট্রাকচালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নৌবাড়ীয়া গ্রামে এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত যুবক আল আমিনের বাড়ি ফরিদপুর উপজেলার দত্তপুঙ্গল গ্রামে এবং ট্রাক চালক শ্রী প্রদীপ রায়ের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুন হক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর অধীনে অবৈধ চায়না দুয়ারি জাল পরিবহনের অপরাধে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আল আমিনকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

