আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাঙ্গুড়ায় ট্রাকভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়ায় ট্রাকভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় এক ট্রাকভর্তি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এই অপরাধে জড়িত যুবককে এক বছরের কারাদণ্ড এবং ট্রাকচালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নৌবাড়ীয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত যুবক আল আমিনের বাড়ি ফরিদপুর উপজেলার দত্তপুঙ্গল গ্রামে এবং ট্রাক চালক শ্রী প্রদীপ রায়ের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুন হক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর অধীনে অবৈধ চায়না দুয়ারি জাল পরিবহনের অপরাধে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আল আমিনকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...