আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

উপজেলা প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় রসুলপুর গ্রামের এক কৃষক নিহত হয়েছেন। জানা যায়, উপজেলার আধাইপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত ফজলার রহমানের পুত্র এরফান আলী (৬০) আজ সকাল ৭টার দিকে ক্ষেত থেকে সবজি তুলে তা বিক্রির জন্য বদলগাছী হাটে সাইকেলযোগে যাচ্ছিলেন। পথে বদলগাছী যমুনা নদীর ব্রিজের পূর্ব পার্শ্বে বিপরীত দিক সাবাইহাট থেকে আসা জয়পুরহাটগামী গরুবোঝাই একটি ভুটভুটি সাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দিলে এরফান আলী মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

খবর পেয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভুটভুটি আটক করে নিয়ে আসে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। মৃত এরফান আলীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন