ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, নামাজ মানুষকে গর্হিত কাজ থেকে বিরত রাখে। আমরা নামাজমুখী সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এতে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।
বুধবার সকালে নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সরকার মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছে। মসজিদের সংখ্যা বৃদ্ধি পেলে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাবে। ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।
মডেল মসজিদের রক্ষণাবেক্ষণ নিয়ে তিনি বলেন, আমরা তৈরি করে দিয়েছি; এখন এর পরিচালনায় আমরা জনগনকে সম্পৃক্ত করতে চাই। মডেল মসজিদ নির্মাণের ফলে গ্রামীণ জনপদ তথা তৃণমূল পর্যায়ে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশ ঘটবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ধর্ম মন্ত্রণালয়ের অধীন মডেল মসজিদ প্রকল্পের পরিচালক শহিদুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার এম এ ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াৎ, সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন প্রমুখ।

