আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পত্নীতলায় বাউল আবুল সরকারের শাস্তি দাবি

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)

পত্নীতলায় বাউল আবুল সরকারের শাস্তি দাবি
পত্নীতলায় বাউল আবুল সরকারের শাস্তি দাবি

মহান আল্লাহকে নিয়ে অশালীন ভাষায় কটূক্তি করার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলা সদরে বাদ জুম্মা একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড বড় মসজিদের সামনে এসে শেষ হয়। এলাকার ধর্মপ্রাণ তৌহিদি জনতা ‘পত্নীতলাবাসী’-এর ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাউল শিল্পী আবুল সরকার তার সংগীত পরিবেশনার মাধ্যমে ইসলাম ধর্ম ও মহান আল্লাহ তায়ালা সম্পর্কে যে জঘন্য ও অশালীন মন্তব্য করেছেন তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই ধরনের কটূক্তি শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না বরং এটি সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার একটি অপপ্রয়াস।

এ সময় বক্তারা আবুল সরকারকে ভণ্ড আখ্যা দিয়ে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান

সমাবেশ থেকে ঘোষণা করা হয়, ধর্ম অবমাননার মতো গুরুতর অপরাধের জন্য আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় বিশ্বাস নিয়ে এমন কটূক্তি করার সাহস না পায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন