জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজা খাতুন। তিনি জানান, তার অগোচরে ও অনুমতি ছাড়াই গত ১৭ ডিসেম্বর তারিখে অনুমোদিত কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি বিস্ময় ও হতাশা প্রকাশ করেন।
রোববার জেলা প্রধান সমন্বয়কারী বরাবর পদত্যাগপত্রে মাহফুজা খাতুন উল্লেখ করে বলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে আগ্রহী নন।
তিনি আরও উল্লেখ করেন, আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকব। যতদিন বেঁচে আছি নিঃস্বার্থভাবে বিএনপির পতাকা তলে নিজেকে আবদ্ধ রাখতে চাই। কাজেই আমি জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সিরাজগঞ্জ জেলার সমন্বয় কমিটি থেকে পদত্যাগ করলাম।
উল্লেখ্য, এর আগে তিনি বিএনপির মনোনয়নে চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং চৌহালী উপজেলা বিএনপির আহ্বায়ক পদেও দায়িত্ব পালন করেছেন। তবে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দলীয় নির্দেশনা অমান্য করে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হন।
এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জেলা কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত ও পদত্যাগের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

