আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চালুর আগে প্রচারাভিযানে রূপপুর প্রকল্পের ‘পারমাণবিক বাস’

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
চালুর আগে প্রচারাভিযানে রূপপুর প্রকল্পের ‘পারমাণবিক বাস’

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিংয়ের প্রস্তুতিকে সামনে রেখে প্রকল্প এলাকায় ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত করপোরেশন রোসাটম ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি)। যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে রূপপুর প্রকল্প নিয়ে স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্ন, ভুল ধারণা, উদ্বেগ ও কৌতূহলের তথ্যভিত্তিক ও সঠিক ব্যাখ্যা প্রদান।

বিজ্ঞাপন

কর্মসূচির অংশ হিসেবে রোসাটম ও বিএইসির প্রতিনিধিরা প্রকল্প এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন এবং তাদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন। মাসব্যাপী এই জনসচেতনতামূলক কার্যক্রমের আওতায় পাবনা জেলার বিভিন্ন উপজেলায় বিজ্ঞান উৎসব, গম্ভীরা পরিবেশনা এবং উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার চলমান বিজ্ঞান উৎসবে রোসাটম ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধিরা পারমাণবিক থিমে নান্দনিকভাবে ব্র্যান্ডিং করা একটি বিশেষ বাসে করে জেলার বিভিন্ন এলাকায় সফর করছেন। যাত্রাপথে তাঁরা বিভিন্ন জনসমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এতে পাবনা জেলার সব উপজেলার মানুষ সরাসরি প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশগত দিক, প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও সামাজিক-অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন।

জনগণের আগ্রহ বাড়াতে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হচ্ছে এবং দর্শনার্থীদের মধ্যে পারমাণবিক থিমের স্মারক সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া সম্প্রতি ঈশ্বরদী পারমাণবিক তথ্যকেন্দ্র ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ যৌথভাবে পারমাণবিক প্রযুক্তি বিষয়ক বিতর্ক ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করে।

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্মাণ প্রতিষ্ঠান ‘রোসাটম’র মিডিয়া উইং ইমতিয়াজ আহমেদ জানান, চলতি মাসে আরো দুটি গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে জেলার বিভিন্ন স্থানে স্থানীয় জনগণের অংশগ্রহণে গম্ভীরা পরিবেশনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হবে। ‘টেকসই, নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’—এই প্রতিপাদ্যে গম্ভীরা পরিবেশনার মাধ্যমে বিনোদনের পাশাপাশি যুক্তিনির্ভর উপস্থাপনায় রূপপুর প্রকল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হবে।

তিনি আরো জানান, উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয় জনগণকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে অবহিত করা, সরাসরি আলোচনায় যুক্ত করা, তাদের প্রশ্নের সঠিক ও তথ্যভিত্তিক উত্তর প্রদান, উদ্বেগ ও শঙ্কা দূর করা এবং প্রকল্পের পক্ষে ইতিবাচক জনমত গড়ে তোলাই হচ্ছে এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট স্থাপন করা হচ্ছে। এখানে সর্বাধুনিক তৃতীয় প্রজন্মের উন্নত ৩+ রুশ ভিভিইআর-১২০০ (VVER-1200) পারমাণবিক রিঅ্যাক্টর ব্যবহার করা হচ্ছে, যা আন্তর্জাতিক সকল নিরাপত্তা মান পূরণে সক্ষম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন