আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হলেন ভ্যানযাত্রী

উপজেলা প্রতিনিধি, আক্কেলপুর (জয়পুরহাট)

জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হলেন ভ্যানযাত্রী

জয়পুরহাটের আক্কেলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ কেজি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আসলাম হোসেন সরদার। ৫৩ বছর বয়সী আসলাম আক্কেলপুর পৌরশহরের শান্তা গ্রামের কফিল সরদারের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

বিজ্ঞাপন

আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, সকালে বাড়ি থেকে ভ্যানে করে বাজারে যাচ্ছিলেন আসলাম। কেজি স্কুল গেটের সামনে পৌঁছালে তাদের ভ্যানকে ধাক্কা দেয় বগুড়াগামী একটি বাস। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন