আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চার দিনের নির্বাচনি সফরে

চার দিনের নির্বাচনি সফরে বগুড়ায় মান্না

স্টাফ রিপোর্টার, বগুড়া

চার দিনের নির্বাচনি সফরে বগুড়ায় মান্না
ছবি: আমার দেশ

চার দিনের নির্বাচনি সফরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসন চষে বেড়াচ্ছেন। আজ তিনি নির্বাচনি এলাকার বিহার, বুড়িগঞ্জ, মাঝিহট্ট, পিরব, আটমূল ও কিচকে গণসংযোগ করবেন।

এর আগে ঢাকা থেকে গতকাল রোববার বিকেলে তিনি বগুড়ার মহাস্থানগড়ে মাজার জিয়ারতের পর বলেন, ‘জনগণের যেটা কল্যাণ হয়, নতুন বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে বাস করে সুখ–স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, সে রকম বাংলাদেশ গড়ার নির্বাচন করতে হবে।

বিজ্ঞাপন

যদি উল্টাটা হয়— ধান্দাবাজি আছে, চান্দাবাজি আছে, মাস্তানি আছে, গায়ের জোরে প্রভাব খাটিয়ে নির্বাচনকে নিজের মতো করে করার চেষ্টা আছে— তবে সেটা নির্বাচন হবে না। আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ চাই।’

এ সময় তিনি আরও বলেন, ‘কোনো জোট বা আসন সমঝোতায় না থাকলেও ভোটে জেতার আশা আছে বলেই সব রকম বাধা পেরিয়ে লড়াই করে নির্বাচনের মাঠে নেমেছি। গণতান্ত্রিক দেশ ও কল্যাণরাষ্ট্র গঠনের লড়াই করছি। শেষ দিন পর্যন্ত আসন সমঝোতার সমীকরণ বদলানোর সম্ভাবনা রয়েছে। এবারের নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ। এক নদী রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আমাদের স্লোগান— এবার বদলে দাও বাংলাদেশ।’

পরে ওই দিন সন্ধ্যায় তিনি শিবগঞ্জের আঁচলাই, তেঘরী, চক, ভোলাখা, অর্জুনপুর, রাঙামাটি, বাগমারা ও বানাইল মহল্লায় প্রচার শেষে উথলি বাজারে পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন— বগুড়া জেলা নাগরিক ঐক্যের সমন্বয়ক সাইদুর রহমান সাগর, রাজিয়া সুলতানা ইভা, মশিউর রহমান পিয়াল, উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সরকার, যুব ঐক্যের আহ্বায়ক অমিত হাসান প্রমুখ।

জেলা নাগরিক ঐক্যের সমন্বয়ক সাইদুর রহমান সাগর আমার দেশকে বলেন, দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না চার দিনের কর্মসূচিতে বগুড়ায় এসেছেন। তিনি ২৬ জানুয়ারি নির্বাচনি এলাকার বিহার, বুড়িগঞ্জ, মাঝিহট্ট, পিরব, আটমূল ও কিচকে গণসংযোগ করে পরদিন ২৭ জানুয়ারি উপজেলার রায়নগর, মোকামতলা, দেউলি, সৈয়দপুর, ময়দানহাট্টা, শিবগঞ্জ সদর ও শিবগঞ্জ পৌরসভায় গণসংযোগ করবেন। এছাড়া ২৮ জানুয়ারি বেলা ৩টায় শিবগঞ্জের চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

মাহমুদুর রহমান মান্না ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের শরিক প্রার্থী হিসেবে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রথমে বিএনপির সঙ্গে থেকে নির্বাচনের কথা থাকলেও পরে বিএনপি প্রার্থী মীর শাহে আলমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকে তিনি কেটলি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে নামেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন