ট্রাকচালকের কেবিনে ১৬ কেজি গাঁজা, আটক ২

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ১৩

রাজশাহীর পুঠিয়া থানাধীন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিনব কায়দায় লুকানো ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

শনিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানার ধাতমা গ্রামের আবুল হোসেনের ছেলে ট্রাক ড্রাইভার মো. কাশেম আলী (৩২) ও হেলপার রাজশাহী মহানগরের রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার আফজালের ছেলে মো. জয় হোসেন (৩০)।

র‌্যাব জানায়, নাটোর থেকে রাজশাহীর উদ্দেশ্যে আসা একটি ডাবল কেবিন ট্রাকে অভিনব কৌশলে চালকের সিটের পেছনে থাকা কেবিনের ভেতরে গাঁজা লুকিয়ে রাখা হয়। অভিযানে মাদকবাহী ট্রাক, ২টি মোবাইল এবং গাড়ির কাগজপত্র জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন সীমান্তবর্তী স্থান থেকে মাদক সংগ্রহ করে ট্রাকের আড়ালে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা রাজশাহীতে সরবরাহ করছিল।

আটকদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত