আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নতুন জামা না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)

নতুন জামা না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

নতুন জামা কিনে না দেয়ার অভিমান করে আত্মহত্যা করেছে খাদিজা খাতুন (১২) নামে এক শিক্ষার্থী। খাদিজা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাকুরিয়া গ্রামের খাদেম আলী মণ্ডলের মেয়ে। জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো খাদিজা। সোমবার (২২ জুলাই) রাতে পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্বজনরা জানায়, খাদিজা নতুন জামা কিনে দেয়ার কয়েকবার অনুরোধ করে। অভাবের কারণে বাবা পরে কিনে দেয়ার আশ্বাস দেন। এতে খাদিজা অভিমান করে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কয়েক ঘণ্টা পর মা সোহাগী খাতুন ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা খুলে মেয়েকে বাঁশের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা খাদিজাকে মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন