বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় সহকারীসহ চালক নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে উপজেলার দেউলি ইউনিয়নের পাকুড়তলা ভরিয়া এসএস ফুডজোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মিনহাজ (২৮)। তিনি টাঙ্গাইল ভুয়াপুর উপজেলার পাতারকান্দি গ্রামের বাসিন্দা আলম শেখের ছেলে ও চালকের সহকারীর নাম ইমরান হোসেন (৩০)। তিনি একই গ্রামের শাহ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভরিয়া এসএস ফুডজোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাক চাকা নষ্ট হয়ে দাঁড়িয়ে ছিলো। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা একটি পাথরবাহী ট্রাক এসএস ফুডজোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কাছে পৌঁছে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পাথরবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালক নিহত হন। গুরুতর আহত হন ট্রাকের সহকারী। স্থানীয়রা আহত সহকারীকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আমার দেশকে জানান, পাথরবাহী ট্রাকের চালক ঘুমের ঘোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন। নিহত চালক ও তার সহকারীর লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

