আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কারাগারে

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কারাগারে

পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুবায়ের রহমান পিয়ালকে (৩২) পাবনা কারাগারে পাঠানো হয়েছে। তিনি সরকারি হাজী জামাল উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর শহরের কালিবাড়ি মেন্দা শাহপাড়া মহল্লার জহুরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এরআগে বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের শরৎনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আমার দেশকে জানান, পিয়াল অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলার তদন্তাধীন আসামি। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন