যমুনায় ব্যাপক ভাঙনে নদীগর্ভে আবাদি জমি

ইমরান হোসাইন রুবেল, সারিয়াকান্দি (বগুড়া)
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২০: ৩৫

বগুড়ার সারিয়াকান্দিতে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত আছে। সেই সঙ্গে শুরু হয়েছে নদীর ডান তীরে ভয়াবহ ভাঙন। এই পর্যন্ত প্রায় চারশ বিঘা আবাদি জমি এবং নদীর তীর সংরক্ষণ কাজের স্পার যমুনাগর্ভে ধসে গেছে। স্থানীয় বাসিন্দারা ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, গত সাত দিনে যমুনায় ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপৎসীমার প্রায় দুই মিটার নিচে রয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, এই ভাঙনে কামালপুর ইউনিয়নের গোদাখালী ও ইছামারা গ্রামের প্রায় চারশ বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এসব জমিতে আউশ ধান, পাট, কাউন, চিনাবাদাম, বেগুন ও ভুট্টার ফসল ছিল। এখন সেখানে যমুনা নদীর অথৈই পানি প্রবাহিত হচ্ছে।

স্থানীয় গোদাখালী গ্রামের কবির হোসেন, মোয়াজ্জেম ও মিলন বলেন, এই পর্যন্ত ভাঙনে আমাদের চারশ বিঘার ফসলসহ জমি নদীগর্ভে চলে যাওয়ার দৃশ্য দেখা ছাড়া কিছুই করার ছিল না। ফসল করার মতো জমি আর অবশিষ্ট নেই। চোখের সামনে এইভাবে ফসলের জমি নদীগর্ভে বিলীন হওয়ায় আমরা দিশেহারা।

সারিয়াকান্দির পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, স্পারের সাড়ে তিনশ মিটার ধসে গেছে। গতকাল সেখানে প্রধান প্রকৌশলীর নির্দেশে বালুভর্তি জিও ব্যাগ দিয়ে জরুরি ভিত্তিতে কাজ চলছে। শুষ্ক মৌসুমে সিসি ব্লক দিয়ে ভাঙন নিয়ন্ত্রণের কাজ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত