আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ার গাবতলীতে খাদ্যবান্ধবের ১৫৬ বস্তা চাল জব্দ

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার গাবতলীতে খাদ্যবান্ধবের ১৫৬ বস্তা চাল জব্দ

বগুড়ার গাবতলী উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৬ বস্তা নিম্নমানের চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার সোন্দাবাড়ি পূর্বপাড়া এলাকার হাবিবুর রহমানের বাড়ির একটি গুদাম থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের এই চালগুলো জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে গাবতলী মডেল থানা পুলিশ সহায়তা করে।

বিজ্ঞাপন

ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান জানান, জব্দ করা চালগুলো সরকারি লোগোযুক্ত বস্তায় রাখা ছিল। রবিউল ইসলাম নামের এক ব্যক্তি হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া নেওয়া গুদামে এই চাল মজুদ করেছিলেন। জব্দকৃত চাল বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন