চাটমোহরে ভেজাল দুধ কাণ্ডে কৃষক দল নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০১: ৫৭
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০২: ০৪
মো. আব্দুল মমিন

সয়াবিন তেল, জেলি ও ডিটারজেন্ট পাউডার মিশিয়ে দুধ তৈরির অভিযোগে কৃষক দল নেতা মো. আব্দুল মমিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে চাটমোহর উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাস ও সদস্য সচিব আজাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

বহিষ্কারপত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মমিনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো।

momin

গত ১৮ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিলচলন ইউনিয়নের নটাবাড়ীয়া গ্রামে মো. আব্দুল মমিনের দুধের মিলে ৭০০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। এ সময় কারখানা থেকে কেমিক্যাল, জেলি, ডিটারজেন্ট গুঁড়া, নিম্নমানের তেল, ব্লেন্ডার মেশিন, গ্যাস সিলিন্ডার ও চুলাও উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মমিন হোসেন পালিয়ে যান।

পরে ২০ আগস্ট দ্বিতীয় দফা অভিযানে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মমিন হোসেন ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। তারা বলেন, এই ঘটনায় শুধু জরিমানা নয়, তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত