আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈদযাত্রায় বাসে বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর
ঈদযাত্রায় বাসে বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা

নাটোরের লালপুরে ঈদ উপলক্ষে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে তিনটি পরিবহনকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে লালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় সুপার সনি, বাংলা স্টার ও বাঘা পরিবহনকে ৮ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে দেখা যায়, ঈদকে কেন্দ্র করে লালপুর থেকে ঢাকাগামী বাসের নির্ধারিত ভাড়া ৬০০ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে ৭৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল। বাস মালিকদের এই সিন্ডিকেটের কারণে সাধারণ যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই যাত্রা করছিলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদায়কৃত বাড়তি টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়।

এ সময় লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, ‘ঈদের মতো আনন্দঘন সময়কে পুঁজি করে কেউ যেন সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন