রাজশাহী-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান নির্বাচনি আচরণবিধি রক্ষায় রাতে নিজ হাতে বিলবোর্ড-ফেস্টুন নামিয়েছেন। শুক্রবার রাত দশটায় গোদাগাড়ী পৌর এলাকায় মহিশালবাড়ি বাজারে থাকা নিজের ছবি সম্বলিত বিলবোর্ড নিজেই নামিয়ে ফেলেন। এ সময় রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ডক্টর ওবায়দুল্লাহসহ স্থানীয় নেতা কর্মী সঙ্গে ছিলেন।
নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে জামায়াতে ইসলামী। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনে আগামী কাল সন্ধ্যার মধ্যে নির্বাচনী প্রচারণামূলক ব্যানার-ফেস্টন সরিয়ে ফেলা হবে। নির্বাচনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ।
বিলবোর্ড নামিয়ে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সবধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তাই আমরা নিজেরা আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরিয়ে কার্যক্রম শুরু করলাম। নির্বাচনী আচরণবিধি মানা আমাদের সবার দায়িত্ব। আমরা নিজেরা আচরণবিধি না মানলে অন্যকে উপদেশ দিয়ে কোনো লাভ নেই। সেই দায়িত্ববোধ থেকে আজ এ অপসারণ কার্যক্রমের উদ্বোধন করলাম।

