১৪ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিলেন ৫০ হাজার গ্রাহক

উপজেলা প্রতিনিধি, পোরশা (নওগাঁ)
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ২৩
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ২৭

নওগাঁর পোরশায় ১৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন ছিলেন পল্লী বিদ্যুতের ৫০ হাজার গ্রাহক। বুধবার সন্ধ্যা ৭টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিলেন এসব গ্রাহক। একটানা এত লম্বা সময় ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে ছিলেন উপজেলাবাসী।

বিজ্ঞাপন

উপজেলাবাসীর অভিযোগ, ঝড় বাতাস না হতেই বিদ্যুৎ অফ করা হয়। বুধবার সন্ধ্যায় হালকা বৃষ্টি হয়েছে। আর ওই সময়ে গোটা পোরশা উপজেলায় বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়া হয়েছে।

টানা ১৪ ঘণ্টা পর ফিরে আসে বিদ্যুৎ। এই লম্বা সময়ে বিদ্যুৎ না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহান উপজেলার ৫০ হাজার পল্লী বিদ্যুতের গ্রাহক।

এ বিষয়ে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পোরশা জোনাল অফিসের ডিজিএম মহিউদ্দীন জানান, মেইন লাইনে ফল্ট হয়েছিল। রাতে ফল্ট ধরা যায়নি। পরে দিনের বেলায় ফল্ট খুঁজে বের করে সমাধান করতে সময় লেগেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত