নিখোঁজের ২ দিন পর চুয়াডাঙ্গায় যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৭: ৩৪
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৭: ৩৫

নিখোঁজ হওয়ার দুদিন পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে মো. শরিফুল ইসলাম (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামের বাসিন্দা।

সোমবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

নিহতের মামা জাহাঙ্গীর হোসেন নয়ন জানান, শনিবার গভীর রাত থেকে শরিফুল নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর সোমবার ফেসবুকে লাশ উদ্ধারের খবর ও ছবি দেখে তারা ঘটনাস্থলে গিয়ে শরিফুলকে শনাক্ত করেন।

তিনি আরও বলেন, শরিফুল কোনো ঝামেলা বা শত্রুতার সঙ্গে জড়িত ছিলেন না। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে রেল স্টেশনের পাশে ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার একজন কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, লাশটি অন্য কোথাও থেকে এনে এখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঈশ্বরদী থানার এএসআই রাজ্জাক ঘটনাটি নিশ্চিত করে বলেন, শরিফুলের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত