সেই বিএনপি নেতা মোতালেবের বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি

মো. মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া (পাবনা)
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৯

পাবনার ভাঙ্গুড়ায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মোতালেব হোসেনের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগে ব্যবসায়ীরা তার বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি তুলেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভাঙ্গুড়া বাজার শিল্প ও বণিক সমিতির উদ্যোগে বকুলতলা চত্বরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে শত শত ব্যবসায়ী ও স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মী অংশ নেন।

অভিযোগ রয়েছে, গত ৪ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী একেএম হানিফ বাবলুর নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন মোতালেব হোসেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবলুকে প্রাণনাশ ও গাড়ি ভাঙচুরের হুমকি দেন তিনি। এ ঘটনায় ব্যবসায়ী থানায় জিডি করেন।

তবে অভিযুক্ত মোতালেব দাবি করেছেন, তিনি চাঁদা চাননি বরং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছিলেন।

ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনে জানান, এ ধরনের চাঁদাবাজি ব্যবসায়ী সমাজের জন্য হুমকি। তারা অবিলম্বে মোতালেবকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত