রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি (আদমদীঘি) বগুড়া
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১৫: ৫১

বগুড়ার আদমদীঘি রেলওয়ে স্টেশনে রংপুর এক্সপ্রেসের দুই বগি লাইচ্যুত হওয়ার ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরআগে শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে বগি লাইচ্যুত হয়। এরপর রোববার বেলা ১২টার দিকে বোনারপাড়া-সান্তাহার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

সান্তাহার রেলস্টেশন সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর ট্রেনটি আদমদীঘি রেলওয়ে স্টেশনে রাত ২টা ৩০ অতিক্রম করার সময় স্টেশনের ৯নং পয়েন্ট পার হওয়ার পরপর ট্রেনের বগির বেলিপ্লেট ভেঙ্গে যাওয়ায় দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে রংপুর এক্সপ্রেসসহ সকল ট্রেনের চলাচল বন্ধ ছিল। রোববার সকাল ৬টার দিকে রিলিফ ট্রেন আসার পর লাইচ্যুত হওয়া কোচ বা দুটি বগির উদ্ধার কাজ শুরু করা হয়। পরে আদমদীঘি স্টেশনের লুফলাইন বা বিকল্প ২ নং রেললাইন ব্যবহার করে আন্ত:নগর ও লোকারসহ চারটি ট্রেন চলাচল করে।

আদমদীঘি রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার পর রাতেই রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে রোববার সকালে রিফিল ট্রেনটি এসে উদ্ধার কাজ শুরু করে। বেলা ১২টায় লাইনচ্যুত রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বগুড়ার ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, ঘটনাস্থলে পৌঁছে রোববার সকাল ৯টায় আদমদীঘি রেলওয়ে স্টেশনের লুফলাইন বা বিকল্প ২ নং রেললাইন ব্যবহার করে আন্ত:নগর, লোকারসহ চারটি ট্রেন চলাচল করে। তবে কি কারনে ওই ট্রেনের কোচের বেলিপ্লেট ভেঙে গেছে সে বিষয়ে তদন্ত টিম কাজ করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত