আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা পিয়াল নিহত

জেলা প্রতিনিধি, জয়পুরহাট

জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা পিয়াল নিহত

জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় নিজ বাসার সামনে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ছাত্রদল নেতা। বুধবার (২৮ মে) আনুমানিক বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত বিপ্লব আহমেদ পিয়াল (৩০) শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদক বিক্রিতে বাধা দেয়াকে কেন্দ্র করে বেলা সাড়ে ১২টার দিকে পিয়ালকে শহরের ইসলাম নগর এলাকায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। পরে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন