বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে ভাঙ্গুড়া উপজেলার আরাজি পার-ভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইফফাত মোকাররমা সানিমুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল কবীরের ৭ অক্টোবর স্বাক্ষরিত অফিস আদেশে বরখাস্তের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ৩১ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিশাত রেহানা তাকে শোকজ করেছিলেন এবং তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিলেন। তবে ওই শিক্ষিকা কর্মস্থলে ফেরেননি।
এ নিয়ে গত ৩ সেপ্টেম্বর আমার দেশ অনলাইনে ‘শোকজের পরও কর্মস্থলে ফেরেননি সহকারী শিক্ষিকা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ওই শিক্ষিকা আমার দেশ প্রতিনিধির ওপর ক্ষিপ্ত হয়েছিলেন।
উপজেলা শিক্ষা অফিসার মো. সেকেন্দার আলী জানান, ‘বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে সরকারি চাকরি আইন-২০১৮ এর ৩৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’


শোকজের পরও কর্মস্থলে ফেরেননি সহকারী শিক্ষিকা