ঈশ্বরদীতে 'ডেভিল হান্ট' অপারেশনে যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৬: ৩২

ঈশ্বরদীতে 'ডেভিল হান্ট' অপারেশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে শহরের শেরশাহ রোডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার। 
গ্রেপ্তারকৃত রিফাত হাসান উচ্ছ্বাস (২৯) ঈশ্বরদী উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য এবং উপজেলা যুবলীগের সভাপতি তমাল শরীফের ভাগ্নে। একইসঙ্গে তিনি ক্ষমতাচ্যুত সংসদ সদস্য গালিবুর রহমান শরীফের ভাগ্নে এবং সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর কন্যা মাহজেবিন শিরিন পিয়ার ছেলে।
ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, ঈশ্বরদী থানার মামলা নম্বর ১০(৮)২৪-এর এজাহারে ১৪ নম্বর আসামি হিসেবে উচ্ছ্বাসের নাম উল্লেখ ছিল।

বিজ্ঞাপন

ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত করা হয় এবং এরপর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ‘ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত