যাত্রীদের চরম ভোগান্তি
উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
বগুড়ার শেরপুরে শ্রমিকদের কর্মবিরতির কারণে করতোয়া গেটলক সার্ভিস বন্ধ হয়ে পড়েছে। এতে অফিস আদালতগামীসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। গত ৫ অক্টোবর রোববার রাত সাড়ে ৯টায় শ্রমিকরা নিরাপত্তার দাবি জানিয়ে সোমবার ভোর থেকে কর্মবিরতি ঘোষণা করেন।
তাদের কর্মসূচির সঙ্গে বগুড়া জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করেন।
জানা যায়, গত ৩ অক্টোবর (শুক্রবার) চারমাথা থেকে ছেড়ে আসা হান্নান পরিবহনের একটি গাড়ি নিয়ম ভঙ্গ করে ধুনটমোড়ে যাত্রী না তুলে সরাসরি আন্তঃজেলা কোচ টার্মিনালে যাত্রী তুলতে গেলে কাউন্টার মালিকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন।
তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে হান্নান পরিবহনের এক স্টাফ তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে ওই স্টাফকে তিনি চড় মারেন।
এই ঘটনার জের ধরে পরদিন শনিবার হান্নান পরিবহনের ড্রাইভার ও স্টাফরা বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুল হকের নেতৃত্বে বগুড়া রেলগেট ও সাতমাথা এলাকায় অবস্থানরত করতোয়া গেটলক সার্ভিসের স্টাফ বাবু, আব্দুল বারিক, শাহ আলমকে মারধর করে যাত্রী তুলতে বাধা দেয়।
ফলে করতোয়া গেটলক সার্ভিসের গাড়িগুলো যাত্রী ছাড়াই ফিরে আসতে যেতে বাধ্য হয়। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা বলেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৬ অক্টোবর সোমবার থেকে তারা কোনো গাড়ি চালাবে না।
সোমবার সকালে শেরপুর থেকে বগুড়াগামী কোনো করতোয়া গেটলক ছেড়ে যায়নি। এতে করে দেখা যায় যাত্রীদের দুর্ভোগের চিত্র।
বগুড়া অফিসগামী যাত্রী জিহাদ আলী বলেন, প্রতিদিন করতোয়া গেটলকে যাতায়াত করি। তারা সময়মতো চলে বলে অফিসে যেতে সমস্যা হয় না। আজ সার্ভিস বন্ধ থাকায় অফিসে সময়মতো পৌঁছাতে পারব কিনা জানি না। আদালতগামী যাত্রীসহ বগুড়াগামী যাত্রীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনার পাশাপাশি সমস্যার সমাধান ও সার্ভিস চালুর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বগুড়া জেলা মোটর মালিক সমিতি শেরপুর শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা বলেন, শ্রমিক দিন আনে দিন খায়। আমরা মালিকরা গাড়ি চালাতে চাই কিন্ত শ্রমিকরা না চালালে কিভাবে গাড়ি চলবে। যে সমস্যার সৃষ্টি হয়েছে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন দ্রুত তাদের সমস্যার সমাধান করবে এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করবে।
বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন বলেন, শ্রমিকরা তাদের নিরাপত্তার যে দাবি জানিয়েছেন আমরা তাদের সাথে একমত। আশা করি সংশ্লিষ্টরা দ্রুত পদেক্ষপ নিয়ে সুষ্ঠু সমাধান করবেন।
বগুড়ার শেরপুরে শ্রমিকদের কর্মবিরতির কারণে করতোয়া গেটলক সার্ভিস বন্ধ হয়ে পড়েছে। এতে অফিস আদালতগামীসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। গত ৫ অক্টোবর রোববার রাত সাড়ে ৯টায় শ্রমিকরা নিরাপত্তার দাবি জানিয়ে সোমবার ভোর থেকে কর্মবিরতি ঘোষণা করেন।
তাদের কর্মসূচির সঙ্গে বগুড়া জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করেন।
জানা যায়, গত ৩ অক্টোবর (শুক্রবার) চারমাথা থেকে ছেড়ে আসা হান্নান পরিবহনের একটি গাড়ি নিয়ম ভঙ্গ করে ধুনটমোড়ে যাত্রী না তুলে সরাসরি আন্তঃজেলা কোচ টার্মিনালে যাত্রী তুলতে গেলে কাউন্টার মালিকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন।
তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে হান্নান পরিবহনের এক স্টাফ তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে ওই স্টাফকে তিনি চড় মারেন।
এই ঘটনার জের ধরে পরদিন শনিবার হান্নান পরিবহনের ড্রাইভার ও স্টাফরা বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুল হকের নেতৃত্বে বগুড়া রেলগেট ও সাতমাথা এলাকায় অবস্থানরত করতোয়া গেটলক সার্ভিসের স্টাফ বাবু, আব্দুল বারিক, শাহ আলমকে মারধর করে যাত্রী তুলতে বাধা দেয়।
ফলে করতোয়া গেটলক সার্ভিসের গাড়িগুলো যাত্রী ছাড়াই ফিরে আসতে যেতে বাধ্য হয়। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা বলেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৬ অক্টোবর সোমবার থেকে তারা কোনো গাড়ি চালাবে না।
সোমবার সকালে শেরপুর থেকে বগুড়াগামী কোনো করতোয়া গেটলক ছেড়ে যায়নি। এতে করে দেখা যায় যাত্রীদের দুর্ভোগের চিত্র।
বগুড়া অফিসগামী যাত্রী জিহাদ আলী বলেন, প্রতিদিন করতোয়া গেটলকে যাতায়াত করি। তারা সময়মতো চলে বলে অফিসে যেতে সমস্যা হয় না। আজ সার্ভিস বন্ধ থাকায় অফিসে সময়মতো পৌঁছাতে পারব কিনা জানি না। আদালতগামী যাত্রীসহ বগুড়াগামী যাত্রীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনার পাশাপাশি সমস্যার সমাধান ও সার্ভিস চালুর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বগুড়া জেলা মোটর মালিক সমিতি শেরপুর শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা বলেন, শ্রমিক দিন আনে দিন খায়। আমরা মালিকরা গাড়ি চালাতে চাই কিন্ত শ্রমিকরা না চালালে কিভাবে গাড়ি চলবে। যে সমস্যার সৃষ্টি হয়েছে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন দ্রুত তাদের সমস্যার সমাধান করবে এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করবে।
বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন বলেন, শ্রমিকরা তাদের নিরাপত্তার যে দাবি জানিয়েছেন আমরা তাদের সাথে একমত। আশা করি সংশ্লিষ্টরা দ্রুত পদেক্ষপ নিয়ে সুষ্ঠু সমাধান করবেন।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২৩ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৯ মিনিট আগে