আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রায়গঞ্জে এসএসসি ও দাখিল জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, (রায়গঞ্জ) সিরাজগঞ্জ
রায়গঞ্জে এসএসসি ও দাখিল জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা

সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির।

মঙ্গলবার রায়গঞ্জ অডিটোরিয়াম হল রুমে আয়োজিত অনুষ্ঠানে কৃতিদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে ও সেক্রেটারি মো. রিফাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শায়েখ ড. মো. আব্দুস সামাদ।

বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আলী মর্তুজা, সেক্রেটারি ডা: এস এম মুনসুর আলী, রায়গঞ্জ পৌর সভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবিরের সহ প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আজিজ, সেক্রেটারি মো. রেওয়ানুল্লাহ সোয়েব, সিরাজগঞ্জ শহর শাখা শিবিরের সভাপতি মো. শামীম রেজা, উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক খান জুবায়ের প্রমুখ।

পরে উপস্থিত অথিতিবৃন্দ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন