পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা, ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তার আ.লীগ নেতা বাবলু উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চাটমোহর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক।
পাবনা সদরে ডিবির ওসি মো. রশিদুল ইসলাম জানান, বুধবার পাবনা আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলুর বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. সরওয়ার হোসেন জানান, গ্রেপ্তার আসামিকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

